ভোট প্রচারে আর বাংলায় আসছেন না অমিত

শনিবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বীরভূমের রামপুরহাট, মুর্শিদাবাদের বেলডাঙা এবং কলকাতার মানিকতলায় সভা ছিল। কিন্তু দেশজুড়ে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় সব সভাই বাতিল করলেন অমিত শাহ। এমনকি তিনি আর ভোট প্রচারের জন্য পশ্চিমবঙ্গে আসছেন না বলেই বঙ্গ বিজেপি সূত্রে খবর। শনিবার কলকাতার মানিকতলায় অমিত না আসায় সেখানে সভা করবেন দিলীপ ঘোষ। তিনি কলকাতায় আরও ৫টি ছোট সভা করবেন বলেই জানা গিয়েছে। অপরদিকে মিঠুন চক্রবর্তীও বৈষ্ণবনগর ও দুবরাজপুরে দুটি ছোট জনসভা করবেন এদিন। 


শনিবার সকালেই গুজরাটে অক্সিজেন প্রকল্পের এক কেন্দ্র উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর কিছুক্ষন বাদেই খবর এল তিনি আর বাংলায় প্রচারে আসছেন না। কারণ অবশ্যই করোনা বাতাবরণ।  যদিও এর আগে বিরোধী মহল থেকে বলা কটাক্ষ করা হয়েছিল ভিড় হচ্ছে না বলেই অমিতের সফর বাতিল হয়। তবে এবার পটভূমি আলাদা। বিজেপির পক্ষ থেকে জানানো হচ্ছে তিনি একজন দায়িত্ববান নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী, এই কোভিড আবহে তাঁর না আসাটা এক উদাহরণ। অবশ্য, তিনি না আসলেও তাঁর সভাগুলি ভাগাভাগি করা হয়েছে। বীরভূমে তিনটি সভা করবেন স্মৃতি ইরানি, মিঠুন চক্রবতীও বীরভূম যাচ্ছেন আজ। অন্যদিকে মুর্শিদাবাদে যাচ্ছেন শুভেন্দু অধিকারী ও লকেট চট্টোপাধ্যায়। মানিকতলার সভা সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছে দিলীপ ঘোষকে।
 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم