রাজ্যে ক্রমাগত বেড়ে চলা করোনা সংক্রমণের মধ্যে চিন্তা বাড়চ্ছে বাকি চার দফার ভোট। একুশের বিধানসভা ভোট নির্বিঘ্নে এবং অবাধ ও শান্তিপূর্ণ করতে আট দফার নির্বাচন করাচ্ছে কমিশন। এরমধ্যেই ক্রমশ দুশ্চিন্তা বাড়চ্ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে আজ অর্থাৎ শুক্রবার সর্বদল বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন। এই বৈঠকেই আলোচনা করা হবে সমস্ত রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে। তাঁদের মতামত জানতে চাওয়া হবে বলেই সূত্রের খবর। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী ইতিমধ্যেই দাবি করেছেন বাকি চার দফার ভোট একদিনেই করা হোক সংক্রমণ ঠেকানোর জন্য। নির্বাচন কমিশনের অন্দরেও এই জল্পনা চলছে বলে রটে গিয়েছিল। তবে পরে কমিশন সূত্রে এও জানা যায়, সেই সম্ভাবনা আপাতত বাতিল, কারণ একলপ্তে এত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা সম্ভব নয়। সাধারণ মানুষের প্রশ্ন, নির্বাচনী প্রচারে রাশ টানা হচ্ছে না কেন? রোজই অসংখ্য জনসভা, মিছিল, রোড শো চলছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। এমনকি কলকাতা হাইকোর্টের নির্দেশ সত্বেও কোনও নির্বাচনী প্রচারে কোভিডবিধি মানা হচ্ছে না। এই পরিস্থিতিতে কমিশনের সর্বদলীয় বৈঠক খুবই গুরুত্বপূর্ণ। জানা যাচ্ছে, আগে রাজনৈতিক দলগুলির মতামত জানতে চাওয়া হবে, পরে সেটা বিচারবিবেচনা করেই সিদ্ধান্ত নেবে কমিশন।
إرسال تعليق
Thank You for your important feedback