তাঁকে বারেবারে শো-কজ করলেও কোনও লাভ হবে না, নির্বাচন কমিশনের শো-কজের জবাবে এমনটাই বললেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ ছুঁড়েই কার্যত তাঁর দাবি, ১০ বার শো-কজ করলেও তাঁর জবাব যে একই হবে। পাশাপাশি এদিও তিনি কমিশনের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ তুললেন। প্রসঙ্গত, গত ৩ এপ্রিল হুগলির তারকেশ্বরে এক জনসভায় মুখ্যমন্ত্রী নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছেন বলেই নির্বাচন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়কে শো-কজ করেছিল। এই বিষয়েই বৃহস্পতিবার জনসভা থেকে এই ভাষাতেই আক্রমণ শানালেন তৃণমূলনেত্রী। এদিন পাঁচটি জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরমধ্যে হাওড়ার আমতায় ছিল তাঁর প্রচারসভা।
তাঁর দলেরই প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি তীব্র আক্রমণ শানালেন। সেখানেই তিনি নির্বাচন কমিশনকে একহাত নিয়ে বলেন, আমাকে ১০ বার শো-কজ করেও লাভ নেই। একই জবাব দেব। নিজের বক্তব্যের সাপক্ষে তিনি যুক্তি সাজান, ‘নন্দীগ্রামে মুসলিমদের যাঁরা পাকিস্তানি বলেছিলেন, তাঁদের বিরুদ্ধে ক’টা অভিযোগ হয়েছে? খালি তৃণমূলের বিরুদ্ধে সব অভিযোগ?’ তাঁর আরও দাবি, আজ অব্দি কটা অভিযোগ হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে। তিনি রোজ সাম্প্রদায়িক বক্তব্য রাখছেন। প্রসঙ্গত, বিজেপি নির্বাচন কমিশনে অভিযোগ করেছিল যে তৃণমূলনেত্রী ধর্মের ভিত্তিতে ভোট চেয়েছেন। এই অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন শো-কজ পাঠায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাতে বলা হয়েছে ৪৮ ঘন্টার মধ্যেই জবাব দিতে হবে, নচেৎ কড়া ব্যবস্থা নেবে কমিশন।
إرسال تعليق
Thank You for your important feedback