আগে ঠিক ছিল ভোটগণনার আগের দিন অর্থাৎ শনিবার দলীয় প্রার্থী এবং তাঁদের এজেন্টদের নিয়ে বৈঠক করবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবারই অষ্টম দফার নির্বাচন শেষ হচ্ছে। সূত্রের খবর, তৃণমূলনেত্রী জরুরী ভিত্তিতে ওই গুরুত্বপূর্ণ বৈঠকের দিন বদল করলেন। গণনাকেন্দ্রে কোভিডবিধি মেনে ঢোকার নয়া নির্দেশিকা দিয়েছে নির্বাচন কমিশন। সেই কারণেই বৈঠকের দিন বদল করে আগামীকাল অর্থাৎ শুক্রবারই দলীয় প্রার্থীদের ও এজেন্টদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিন তৃণমূলের ২৮৯ জন প্রার্থী অংশ নেবেন ভার্চুয়ালি। উল্লেখ্য, এবার ২৯১ আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল। এরমধ্যে খড়দহ কেন্দ্রের প্রার্থী কাজল সিনহা মারা গিয়েছেন করোনা আক্রান্ত হয়ে। অপর এক প্রার্থী জাকির হোসেন অসুস্থ। তাঁদের বাদে সকলকেই ওই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে।
তৃণমূল সূত্রে খবর, ভোটগণনা কেন্দ্রে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়েই ঢোকা যাবে। এই মর্মে নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। যদিও বুধবার রাতেই বিষয়টি নিয়ে বিভ্রান্তি রয়েছে বলে দাবি করে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনে যায়। নিজেদের আপত্তি জানিয়ে চিঠিও দেয় কমিশনে। তবে নতুন নিয়মে কিভাবে দলীয় এজেন্টদের গণনা কেন্দ্রে পাঠানো হবে সেটা নিয়েই আলোচনা হবে শুক্রবারের বৈঠকে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য অন্য। আট দফা ভোটের পর দলীয় প্রার্থী এবং তাঁদের এজেন্টদের থেকে পূর্ণাঙ্গ রিপোর্ট নেবেন তৃণমূলনেত্রী।
إرسال تعليق
Thank You for your important feedback