জখম পায়ের প্লাস্টার কাটাতে চলেছেন তৃণমূলনেত্রী । পা সেরে গিয়েছে । তাই বাড়ি ফিরেই পায়ের প্লাস্টার কাটাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার মুর্শিদাবাদের বহরমপুরের রবীন্দ্রসদনে ভার্চুয়াল সভায় তিনি জানান, প্লাস্টার নিয়ে হুইল চেয়ারে বসেই ঘুরতে হচ্ছে । নির্বাচনী প্রচারের পাশাপাশি করোনা পরিস্থিতি সামলাতে গিয়ে বাড়ি ফেরার সময় নেই। তাই কলকাতায় ফিরেই কাটা হবে প্লাস্টার।
দেশের পাশাপাশি রাজ্যেও বাড়বাড়ন্ত করোনা সংক্রমণ । নির্বাচনী জনসভার বদলে ভার্চুয়াল বৈঠকেই জোর দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। কলকাতা থেকে সব বৈঠক সম্ভব হয়নি। তাই জেলায় জেলায় এলাকাভিত্তিক ভার্চুয়াল সভা করছেন মুখ্যমন্ত্রী । ইতিমধ্যেই তিনি সভা করেছেন মালদহ, বীরভূম, বর্ধমানে । করোনার জেরে পরিকল্পনামাফিক সভা করতে পারছেন না তৃণমূলনেত্রী । বহরমপুরের সভায় সেই আক্ষেপের সুরও শোনা মমতার গলায়।
১০ মার্চ হলদিয়ায় মনোনয়ন জমা দেওয়ার পর নন্দীগ্রামে ফিরে পা চোট পান মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে তোলপাড় হয় রাজ্য রাজনীতি, শুরু হয় চাপানউতোর। বিরোধীদের দিক ধেয়ে আসে বিদ্রুপ-কটাক্ষ।
إرسال تعليق
Thank You for your important feedback