সপ্তম দফার ভোট সোমবার, তার জন্য ভোটের দায়িত্ব নিতে রবিবার নির্দিষ্ট ডিসিআরসি কেন্দ্রে এসেছিলেন মহিলা ভোটকর্মী অসীমা মুখোপাধ্যায় (৫৫)। সেখানেই অসুস্থ হয়ে পড়েন অসীমাদেবী। পরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বাড়ি দুর্গাপুর রূপনারায়ণপুরের গুরোদোয়ারা এলাকায়। এই খবর জানাজানি হতেই ওই ডিসিআরসি কেন্দ্রে আতঙ্ক ছড়ায়। ঘটনাটি আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের। এখানেই ইভিএম এবং ভিভিপ্যাড সহ বিভিন্ন সরঞ্জাম বিলি করা হচ্ছে। রবিবার সকালেই সালানপুরের পিঠাইকেয়ারি প্রাইমারি স্কুলের শিক্ষিকা অসীমাদেবী এসেছিলেন ভোটের দায়িত্ব নিতে। আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁর শ্বাসকষ্টজনিত সমস্যা হতে থাকে। অভিযোগ ওই ডিসিআরসি কেন্দ্রে কোনও মেডিকেল টিম ছিল না। দ্রুতই তাঁকে গাড়ির ব্যবস্থা করে আসানসোল জেলা হাসপাতালে পাঠান হয়। কিন্তু ততক্ষণে তিনি প্রাণ হারিয়েছেন বলেই জানান কর্তব্যরত চিকিৎসক। ভোটকর্মীদের অভিযোগ, কোভিড প্রটোকল মানা হচ্ছে না এখানে। রীতিমতো ধাক্কাধাক্কি করেই ভোটের সামগ্রী নিতে হচ্ছে তাঁদের। অপরদিকে মৃত অসীমাদেবীর বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া।
إرسال تعليق
Thank You for your important feedback