বিবেক দূবেকে জরুরি তলব দিল্লিতে, কারণ নিয়ে জল্পনা

মঙ্গলবার ছিল তৃতীয় দফার ভোট। সারাদিনে বিক্ষিপ্ত অশান্তির মাঝে চারজন প্রার্থীও আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে আবার দুজন মহিলা প্রার্থীও আছেন। আরামবাগে তৃণমূল প্রার্থীকে বাঁশ দিয়ে পেটানো হয়, এমনকি বাঁশ-লাঠি-লাঙ্গল নিয়ে তাড়াও করেন একদল। অপরদিকে উলুবেড়িয়া হাসপাতালে নিগৃহীতা হয়েছেন বিজেপির তারকা প্রার্থী পাপিয়া অধিকারী। সবমিলিয়ে ভোট শান্তিপূর্ণ হয়নি বলেই দাবি তৃণমূলের। যদিও কমিশনের দাবি, ভোট মোটামুটি শান্তিপূর্ণ। এরমধ্যেই দিল্লি থেকে জরুরি তলব পেয়ে বুধবার ভোরেই দিল্লি উড়ে গেলেন কমিশনের নিযুক্ত বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দূবে। ফলে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে জোর জল্পনা। সবে তিন দফার নির্বাচন হয়েছে, আবার তিনদিনের মাথায় চতুর্থ দফার ভোট। কিন্তু এরমধ্যেই প্রচুর অভিযোগ জমা পড়ছে কমিশনে। তবে কি সবদিক সামলাতে পারছেন না বিবেক দূবে? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বাংলার রাজনৈতিক মহলে। সূত্রের খবর, সব অভিযোগ খতিয়ে দেখে বিশেষ পুলিশ পর্যবেক্ষককে ডেকে পাঠিয়েছে নির্বাচন কমিশন। 

 

জানা যাচ্ছে, বুধবার বিকেলের দিকে তিনি বৈঠকে বসবেন কমিশনের কর্তাদের সঙ্গে। তার আগে তিনি গুরুগ্রামে নিজের বাড়ি যাবেন দিল্লি নেমে। প্রসঙ্গত প্রথম দুই দফায় এতটা বিশৃঙ্খলা সৃষ্টি না হলেও মঙ্গলবার তৃতীয় দফায় চারজন প্রার্থী আক্রান্ত হয়েছেন। এছাড়াও বহু জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর এসেছে। কমিশনের কাছেও বহু অভিযোগ জমা পড়েছে। ইতিমধ্যেই কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবমিলিয়ে ক্ষুব্ধ নির্বাচন কমিশনের কর্তারা। সূত্রের খবর, বিবেক দূবের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা এবং পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন।
 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم