পঞ্চম দফা নির্বাচনের প্রচার ইতিমধ্যেই শেষ। কমিশনের নির্দেশে ভোটের ৭২ ঘন্টা আগেই শেষ করতে হয়েছে প্রচার। তবে বুধবার সংযুক্ত মোর্চা বা কংগ্রেসের হয়ে প্রথম প্রচারে নামছেন রাহুল গান্ধি। আগেই জানিয়েছিলেন তিনি এই সময়ে প্রচারে নামবেন। আগে আসেননি তার কারণ কেরলে বামেদের বিরুদ্ধে লড়ছে কংগ্রেস। কেরলের ভোট শেষ, কাজেই এবার বামেদের সাথে মঞ্চ শেয়ার করতে অসুবিধা নেই রাহুল গান্ধির। অন্যদিকে জানা গেল ১৬ এপ্রিল রাজ্যে আসছেন সিপিএম সর্বভারতীয় সম্পাদক সীতারাম ইয়াচুরি। তিনি কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনায় প্রচার করবেন। আজ রাহুল বাগডোগরা বিমানবন্দরে নেমে হেলিকপ্টার যোগে প্রথমে যাবেন উত্তর দিনাজপুরের গোয়ালপোখর কেন্দ্রে। সেখান থেকে চলে আসবেন বাগডোগরা কেন্দ্রে। আপাতত রাহুলের সিপিএমের হয়ে তাঁর প্রচারের কোনও পরিকল্পনা নিয়ে বলে জানা গেল। অবশ্য আরও দুবার তিনি বাংলায় প্রচারে আসবেন বলে জানা গিয়েছে।
إرسال تعليق
Thank You for your important feedback