চতুর্থ দফার নির্বাচন শনিবার, অতএব প্রচার শেষ। কিন্তু পঞ্চম দফা আকর্ষণীয়। কলকাতা থেকে শুরু করে শহরতলিতে ভোট। এখানে মূলত উচ্চবিত্ত থেকে মধ্যবিত্তদের বাস, যাদের অভিযোগ চিরকালীন। সামান্য থেকে সামান্য বিষয়ের উপর অভিযোগ থাকে তাঁদের। কাজেই যে মুডে এতদিন প্রচার চালিয়েছেন বিজেপি হাইকম্যান্ড এবার সেখান থেকে সরে অন্যভাবে প্রচারের প্ল্যানে আছেন নরেন্দ্র মোদি থেকে অমিত শাহ কিংবা নাড্ডা। সবচাইতে সেফ প্রচার শহরে রোড শো করা কারণ এতে মিছিলে জনসমর্থনের একটা আভাস পাওয়া যায়। আজ বেশ কয়েকটি মিটিং ও রোড শো করবেন অমিত শাহ এবং জেপি নাড্ডা। সকালেই উত্তরবঙ্গে যেমন প্রচারে শাহ তেমনিই তিনি কলকাতায় এসে রোড শো করবেন। অন্যদিকে জেপি নাড্ডা রোড শো করলেন বাগুইহাটি অঞ্চলের ভিআইপি রোডে। যথেষ্ট গাড়ির মিছিল থাকে ভয়ঙ্কর যানজট হয় রাস্তায়। এয়ারপোর্টগামী যান আটকে যায় দীর্ঘক্ষণ। আগামীকাল মোদি আসছেন শিলিগুড়িতে অবশ্য তিনি রোড শো করবেন না।
إرسال تعليق
Thank You for your important feedback