নির্বাচন কমিশনের নির্দেশে ফের একবার নজরবন্দি । তবে কোনও তাপ-উত্তাপ নেই বীরভূমের জেলা তৃণমূল সভাপতির । ঘরের ভিতরেই স্বমহিমায় খেলা হওয়ার ইঙ্গিত দিলেন অনুব্রত মণ্ডল । সূত্র মারফত এমনটাই খবর।
২৯ এপ্রিল শেষ দফায় ভোটগ্রহণ বীরভূমে । তার ঠিক দু’দিন আগেই মঙ্গলবার অনুব্রতকে নজরবন্দি করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ৩০ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত বহাল থাকবে এই নির্দেশ । বীরভূমের কেষ্টর পালটা সাফাই, তাঁকে তো গৃহবন্দি করা হয়নি । একজন ম্যাজিস্ট্রেট ও কয়েকজন সিআরপিএফ জওয়ানের নজরদারি থাকছে । বাড়ি থেকে বের হয়ে দলীয় কার্যালয়, অনুব্রতর সর্বক্ষণের সঙ্গী হবেন তাঁরা । তাতে ক্ষতি কী । খেলা কী বন্ধ হবে । ঘরের ভিতরেই চারজনে খেলা সম্ভব । তিনি মনে করলেই হবে খেলা !
'কমিশনকে সামনে রেখে বিজেপির শেষ কামড়' । 'আর কামড়াবেই কী করে, বিজেপি তো ফোকলা হয়ে গিয়েছে' । বীরভূমের দলীয় জেলা সভাপতিকে কমিশন নজরবন্দি করায়, এমনটাই প্রতিক্রিয়া দিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ ।
অনুব্রত মণ্ডল যা বলেন, তা হওয়ার সম্ভাবনা । তাতে প্রশাসনের কাজে বাধা তৈরি হয় । এমনই পালটা অভিযোগ করেছেন দিলীপ ঘোষ । যদিও নির্বাচন কমিশনের নজরদারিকে সদর্থক বলে অ্যাখ্যা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি ।
إرسال تعليق
Thank You for your important feedback