প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফের প্রচারে আসছেন। কথা ছিল ২১ এবং ২৪ এপ্রিলে রাজ্যে আসবেন তিনি। কিন্তু বর্তমানে রাজ্যের করোনা পরিস্থিতিতে পরিবর্তন হতে পারে তাঁর সফরসূচি। বিজেপি সূত্রে খবর, দু’দিনে নয়, একদিনেই চারটি সভা করতে পারেন প্রধানমন্ত্রী। এরমধ্যে একটি সভা হবে কলকাতায়। তবে প্রধানমন্ত্রীর দফতর থেকে নির্দেশ দেওয়া হয়েছে করোনাবিধি মেনেই সভাগুলির আয়োজন করতে হবে। একই সঙ্গে প্রতিটি জনসভায় সামাজিক দূরত্ব বিধি কঠোর ভাবে মানতে হবে। পশ্চিমবঙ্গে বিজেপির দায়িত্বপ্রাপ্ত বিশেষ পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয় সোমবার টুইট করেন এই বিষয়ে। তিনি লেখেন, ‘করোনা সংক্রমণ পরিস্থিতি মাথায় রেখে প্রধানমন্ত্রীর দফতর থেকে নির্দেশ দেওয়া হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর সভার রূপ বদল করতে হবে। সামাজিক দূরত্ব বিধিতে বিশেষ নজর দিতে হবে’।
এ পর্যন্ত প্রধানমন্ত্রী ১২ বার পশ্চিমবঙ্গে এসেছেন এবং ১৮ টি সভা করেছেন, যা সর্বকালের রেকর্ড। কিন্তু বর্তমানে সারা দেশে করোনা সংক্রমণ এতটাই বেড়ে গিয়েছে যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাঁর সহযোগিতা কামনা করছেন বিভিন্ন মুখ্যমন্ত্রী। এই কারণে তিনি হয়তো ২৩ অথবা ২৪ এপ্রিল রাজ্যে প্রচারে আসবেন। একই দিনে ৪ টি জনসভা করবেন যার মধ্যে কলকাতার একটি সভাও রয়েছে। পাশাপাশি বাম-কংগ্রেস সোশ্যাল নেটওয়ার্ক এবং ছোট ছোট সভা করে প্রচার করছে। তারা পথে নামলেও সামাজিক দূরত্ব মেনে প্রচার সারছে| মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়ে দিয়েছেন তিনি কলকাতায় কোনও বড় জনসভা করবেন না। এবং অন্যান্য জায়গাতেও ছোট করে বক্তৃতা দেবেন। এবার উদ্যোগী হলেন প্রধানমন্ত্রী। মোদির সভাতেও সামাজিক দূরত্ব মানা হবে, সেই নির্দেশিকা এসেছে দলের কর্মীদের কাছে। বিজেপি কর্মীদের জানানো হয়েছে, উপস্থিত দর্শকদের সবাইকে যেন মাস্ক দেওয়া হয়, একই সাথে এলাকাটি যেন জীবাণু মুক্ত করা হয়।
إرسال تعليق
Thank You for your important feedback