ভোটের মুখে উত্তপ্ত নানুর

 


 ভোটের মুখে উত্তপ্ত ফের নানুর। রাতভর নানুরের গোপডিহি গ্রামে চলছে বোমাবাজি। এরপর বোমার আঘাতে জখম হয় এক মহিলা।খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে পুলিশ পৌঁছয়। নানুর থানার পুলিশ দুজনকে আটক করেছে। সামনেই বিধানসভার ভোট। ভোট পরবর্তী এলাকা দখল করবে কে ? এই নিয়ে তৃণমূল দুষ্কৃতীরা বোমাবাজি করে. বিজেপির অভিযোগ রবিবার বিজেপির মিছিল রয়েছে। তাই শনিবার রাতে বৈঠক করছিল বিজেপি কর্মীরা। সেই সময়েই হামলা চালানো হয়।বিজেপি কর্মীদের বৈঠক লক্ষ্য করেই চলে বোমাবাজি। বিজেপির দাবি, তৃণমূলের দুষ্কৃতীরা এই ঘটনার সঙ্গে যুক্ত। এদিন সকালেও গ্রামের পরিস্থিতি থমথমে। চলছে পুলিশের টহল। রবিবার সকালেও গ্রামের রাস্তায় বোমার দাগ স্পষ্ট। উদ্ধার হয়েছে বোমার সুতলি।এদিকে ভোটগ্রহণ যতই এগিয়ে আসছে রাজনৈতিক উত্তাপ আরো বেশি করে বাড়ছে। যদিও এই ঘটনার জেরে আতঙ্কের মধ্যে পরে গোপডিহি গ্রামের মানুষ।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم