অসহ্য গরম থেকে মুক্তি দিতে কলকাতায় অবশেষে বৃষ্টির সম্ভবনার কথা শোনাল আলিপুর হাওয়া অফিস। আগামী তিনদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভবনা রয়েছে। সেই সঙ্গে হবে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাত। আগামী তিন দিন অর্থাৎ ৮, ৯ ও ১০ এপ্রিল কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি ও দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। বুধবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম বলেই জানিয়েছে হাওয়া অফিস। সর্বনিম্ন তাপমাত্রও এক ডিগ্রি কমে ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। গত রবিবার কলকাতা সহ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী হয়েছিল। এবারও সপ্তাহান্তেও বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। ফলে গরম থেকে কয়েকদিনের জন্য মুক্তি পেতে পারেন দক্ষিণবঙ্গবাসী।
إرسال تعليق
Thank You for your important feedback