গাড়ি মিলল দ্বিতীয় হুগলি সেতুতে, রহস্যজনকভাবে নিখোঁজ ব্যবসায়ী

রবিবার সকালে কড়েয়ার বাসিন্দা এক ব্যবসায়ী স্মরণকুমার বিড়লা প্রাতঃভ্রমণের নাম করেই গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর দীর্ঘক্ষণ না ফেরায় শুরু হয় খোঁজাখুঁজি। পরে বেলার দিকে দ্বিতীয় হুগলি সেতুতে তাঁর গাড়িটি পাওয়া যায়। ওই গাড়ির সূত্র ধরেই ব্যবসায়ীর পরিচয় জানতে পারেন পুলিশ আধিকারিকরা। পরিবারের সঙ্গে যোগাযোগ করলে পুলিশ জানতে পারেন এদিন সকাল থেকেই নিখোঁজ ওই ব্যবসায়ী। এরপরই পুলিশ গঙ্গায় ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু করেন। পুলিশের অনুমান মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছেন ব্যবসায়ী স্মরণকুমার বিড়লা। তাঁর পরিবার সূত্রে জানা যাচ্ছে দিন কুড়ি আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন ওই ব্যবসায়ী। তবে সেরে গেলেও বেশ কিছু শারীরিক সমস্যা ছিল তাঁর। এই কারণেই হয়তো মানসিক অবসাদে ভুগছিলেন। তবে ওই ব্যবসায়ীকে অপহরণ বা খুন করা হয়েছে কিনা সেটা নিয়েও তদন্ত শুরু করেছে পুলিশ। চিন্তিত ওই ব্যবসায়ীর পরিবার। 



 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم