করোনা যুদ্ধে ২ কোটি টাকা সাহায্য করলেন বিগ-বি

করোনা অতিমারী রুখতে এবার বড়সড় সাহায্য করলেন বিগ-বি অমিতাভ বচ্চন। দিল্লির ‘শ্রী গুরু তেগ বাহাদুর কোভিড কেয়ার সেন্টার’-কে ২ কোটি টাকা দিয়ে সাহায্য করলেন। পাশাপাশি তিনি অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থাও করে দেবেন বলে জানিয়েছেন রাজধানীর শিখ গুরুদ্বার ব্যবস্থাপক সমিতির সভাপতি মনজিন্দর সিং সিরসা। 


রবিবার টুইট করে অমিতাভ একটি ছোট্ট ভিডিয়ো পোস্ট করেন। সেখানেও তিনি গোটা বিশ্বকে ভারতের পাশে দাঁড়ানোর আন্তরিক অনুরোধ জানিয়েছিলেন। ওই ভিডিওতে তিনি বলেন, ‘ভারত এই মুহূর্তে করোনার দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে লড়ছে। সেই লড়াই অনেকটাই সহজ হবে যদি বিশ্বের নানা প্রান্ত থেকে জরুরি ওষুধপত্র ভারতে এসে পৌঁছোয়’। সোমবারই জানা গেল তাঁর বড়সড় সাহায্যের কথা। উল্লেখ্য, শিখ সম্প্রদায় পরিচালিত দিল্লির ওই হাসপাতালে ৩০০ শয্যা বিশিষ্ট এই সেন্টার চালু হতে চলেছে। যেখানে করোনা রোগীর চিকিৎসা হবে সম্পূর্ণ বিনামূল্যে। অমিতাভ বচ্চন এই উদ্যোগকে কুর্ণিশ জানাতেই আর্থিক সাহায্য করলেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم