দেশে বেশ কিছুটা কমল করোনার দৈনিক সংক্রমণ। সেই সঙ্গে মৃতের সংখ্যাও কমে এল চার হাজারের নীচে। ফলে দেশজোড়া করোনার ভয়াবহ পরিস্থিতির মধ্যেও যা কিছুটা আশার আলো বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২৬ হাজার ৯৮ জন। আর মারা গিয়েছেন ৩,৮৯০ জন করোনা আক্রান্ত। যেখানে পরপর তিন দিন দেশে করোনায় দৈনিক মৃত্যুর হার ছিল চার হাজারের উপর। এখনও পর্যন্ত ভারতে ২ লাখ ৬৬ হাজার ২০৭ জন করোনার বলি হলেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী ভারতে বর্তমানে সংক্রমণের হার ১৯.২৬ শতাংশ।
India reports 3,26,098 new #COVID19 cases, 3,53,299 discharges and 3,890 deaths in the last 24 hours, as per Union Health Ministry
— ANI (@ANI) May 15, 2021
Total cases: 2,43,72,907
Total discharges: 2,04,32,898
Death toll: 2,66,207
Active cases: 36,73,802
Total vaccination: 18,04,57,579 pic.twitter.com/qvAExjSPxE
সবচেয়ে ভালো খবর, মহারাষ্ট্র, দিল্লি, উত্তরপ্রদেশ, গুজরাট ও ছত্তীসগড়ের মতো রাজ্যগুলিতে করোনা সংক্রমণের হার অনেকটাই কমেছে। মহারাষ্ট্রে দৈনিক সংক্রমণ ৪০ হাজারের নীচে চলে এসেছে, দিল্লিতে নেমে এসেছে ১০ হাজারের নীচে। দিল্লিতে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮,৫০৬ জন। গত ১০ এপ্রিলের পর এই প্রথম দিল্লিতে দৈনিক আক্রান্ত ১০ হাজারের নীচে নামলো। অপরদিকে উত্তরপ্রদেশে ১৫ হাজার, ছত্তীসগড়ে ৭ হাজার, গুজরাটে ১০ হাজার মধ্যপ্রদেশে দৈনিক সংক্রমণ ৮ হাজারের নীচে নেমে এল। যার প্রভাব পড়েছে দৈনিক সংক্রমণেও। সার্বিক ও আংশিক লকডাউনে কড়াকড়ির জন্যই করোনার শৃঙ্খল ভাঙা সম্ভব হচ্ছে সংক্রমিত এলাকাগুলিতে। ফলে কমে আসছে দৈনিক সংক্রমণের হার। এরসঙ্গে টিকাদানের প্রভাবও একটা রয়েছে। গত ২৪ ঘণ্টায় টিকা পেয়েছেন ১১ লাখ ৫৮ হাজার ৯৯৫ জন। এ নিয়ে দেশে মোট টিকা দেওয়া হয়েছে ১৮ কোটির বেশি।
إرسال تعليق
Thank You for your important feedback