ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় তৎপর ভারতীয় সেনা। রাজ্যে ইতিমধ্যেই ১৭ কলাম সেনা পৌঁছে গিয়েছে উদ্ধারকাজে হাত লাগাতে। পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে আরও বাহিনী। সেনাবাহিনীর তরফে এদিন টুইট করে জানানো হয়েছে পশ্চিমবঙ্গের জন্য ১৭ সাইক্লোন রিলিফ কলাম (Cyclone Relief Columns) পাঠানো হয়েছে। রাজ্যের ১০টি জেলায় তাঁরা উদ্ধারকাজে ঝাপিয়ে পড়তে প্রস্তুত। জানানো হয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া এবং দুই ২৪ পরগনায় নেমেছে সেনা। তাঁদের সঙ্গে রয়েছে গাছ কাটার অত্যাধুনিক মেশিন, ল্যাডার। ইয়াসের ফলে তৈরি হওয়া যেকোনও ধরনের পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত তাঁরা। প্রসঙ্গত, ইয়াস মোকাবিলায় সেনা নামানোর ব্যাপারে মঙ্গলবারই ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমুন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, ‘যেখানে প্রয়োজন হবে, সেখানে সেনা নামানো হবে’। এবার আগেভাগেই বিশেষভাবে প্রশিক্ষিত ১৭ সাইক্লোন রিলিফ কলাম সেনা পাঠানো হল পশ্চিমবঙ্গে। এছাড়াও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর বেশ কয়েকটি দল রাজ্যের বিভিন্ন জেলায় কাজ করছে।
#CycloneYaas#IndianArmy #EasternCommand has deployed a total of seventeen integrated Cyclone Rescue and Relief Columns, comprising specialised personnel with associated equipment and inflatable boats. (1/3) pic.twitter.com/svs0WMiCMP
— ADG PI - INDIAN ARMY (@adgpi) May 25, 2021
إرسال تعليق
Thank You for your important feedback