একুশের বিধানসভা ভোটে বাংলার মসনদ দখলের স্বপ্ন অধরাই থেকে গিয়েছে বিজেপির। নির্বাচনের ফল প্রকাশ হওয়ার পর দেখা গেল তাঁরা জিতেছেন মাত্র ৭৭ আসনে। এরমধ্যে দু’জন ছিলেন সাংসদ। ফলে তাঁরা কোনটা বেছে নেবেন সেটা নিয়ে ছিল জল্পনা। অবশেষে বুধবার রাজ্য বিধানসভায় গিয়ে বিধায়ক পদে ইস্তফাই দিয়ে এলেন দিনহাটা থেকে জয়ী নিশীথ প্রামানিক এবং শান্তিপুর থেকে জয়ী জগন্নাথ সরকার। দু’জন ইস্তফা দিতেই বিধানসভায় বিজেপির বিধায়ক সংখ্যা কমে দাঁড়ল ৭৫-এ। আর কোচবিহারের দিনহাটা এবং নদিয়ার শান্তিপুরে এবার উপনির্বাচন অবসম্ভাবী হয়ে পড়ল। এখন দেখার এই দুটি কেন্দ্রের দখল বিজেপি রাখতে পারে কিনা। নিয়ম অনুযায়ী, কোনও জনপ্রতিনিধি একই সঙ্গে সাংসদ ও বিধায়ক পদ রাখতে পারেন না। নির্বাচিত হওয়ার ৬ মাসের মধ্যে যেকোনও একটি পদ ছাড়তে হয়। বুধবার নিশীথ ও জগন্নাথ ইস্তফা দেওয়ার আগে জানান, কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই তাঁরা বিধায়ক পদে পদত্যাগ করলেন। ফলে তাঁদের সাংসদ পদ বহাল থাকলো। আর দলের নির্দেশ মেনে সাংসদ হিসাবেই কাজ করে যাবেন বলেই জানালেন দু’জন।
إرسال تعليق
Thank You for your important feedback