রাজ্যপালের সফর অব্যহত, এবার গন্তব্য নন্দীগ্রাম

ভোট পরবর্তী হিংসা নিয়ে শাসক-বিরোধী তরজা অব্যবত, সেই সঙ্গে অব্যহত রাজ্যপাল জগদীপ ধনকড়ের হিংসা কবলিত এলাকায় সফর। কোচবিহারের পর এবার তাঁর গন্তব্য পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। টুইটে রাজ্যপাল জানিয়েছেন, ১৫ মে অর্থাত্‍ শনিবার তিনি নন্দীগ্রামে ভোটপরবর্তী হিংসা কবলিত এলাকা পরিদর্শনে যাবেন। সকাল ৯টা ১৫ মিনিটে বিএসএফ-এর হেলিকপ্টারে যাবেন নন্দীগ্রামে। সেখানে জানকীনাথ মন্দিরে পুজোও দেবেন। রাজ্যপালের এই সফর ঘিরে রাজ্য সরকারের সঙ্গে সংঘাত থামার লক্ষণ নেই। 


প্রসঙ্গত, গত বৃহস্পতিবার তিনি কোচবিহারে কয়েকটি হিংসা কবলিত এলাকা পরিদর্শন করেন। তিনি গিয়েছিলেন, শীতলকুচি, দিনহাটা সহ কয়েকটি এলাকায়। দিনহাটায় তাঁকে ঘিরে বিক্ষোভের পাশাপাশি কালো পতাকাও দেখানো হয়েছে। অভিযোগের তির ছিল শাসকদলের সমর্থকদের দিকেই। এর আগে রাজ্যপালের এহেন সফর নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করে কড়া ভাষায় চিঠিও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে চিঠির জবাবও দিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। কিন্তু রাজ্যপাল থামবার পাত্র নন, তিনি এবার যাচ্ছেন নন্দীগ্রাম। দেখা করবেন নিহত বিজেপি কর্মী সহ আক্রান্তদের পরিবারের সঙ্গে। এই বিধানসভা কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছেন।

 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم