এবার আর করোনা পরীক্ষা করাতে লাইনে দাঁড়াতে হবে না। যেতে হবে না প্যাথলজিক্যাল ল্যাবরেটরিতেও। আবার রিপোর্টের জন্যও বসে থাকতে হবে না আর। এসে গেল মুসকিল আসান। মহারাষ্ট্রের পুনের সংস্থা মাই ল্যাব ডিসকভারি সলিউশন লিমিটেড কর্তৃপক্ষ তৈরি করেছে একটি টেস্ট কিট। সংস্থার দাবি, এই নয়া কিটের সাহায্যে মাত্র ২ মিনিটে ঘরে বসেই করা যাবে কোভিড পরীক্ষা। আগামী সপ্তাহেই বাজারে আসছে ‘কোভিসেল্ফ টিএম প্যাথোক্যাচ’ নামের ওই র্যাপিড অ্যান্টিজেন টেস্টিং (র্যাট) কিট।
সংস্থার প্রধান সুজিত জৈন বৃহস্পতিবারই জানিয়ে দিলেন, ‘আগামী সপ্তাহে ভারতের ৭ লক্ষেরও বেশি ওষুধ দোকানে এবং অনলাইনে কোভিসেল্ফ পাওয়া যাবে। দেশের ৯০ শতাংশ পিন কোড অঞ্চলে মিলবে আমাদের কিট’। কিভাবে করা যাবে করোনা পরীক্ষা? সংস্থার পক্ষ থেকে একটি মোবাইল অ্যাপ আনা হয়েছে। তাতেই বিস্তারিতভাবে জানা যাবে পদ্ধতি। গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোর থেকে পাওয়া যাবে এই অ্যাপ। বুধবারই এই টেস্ট কিটকে ছাড়পত্র দিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (ICMR)।
إرسال تعليق
Thank You for your important feedback