সাত সকালে চাঞ্চল্য কলকাতা মেডিকেল কলেজের কোভিড ওয়ার্ডে। মঙ্গলবার ভোর সাড়ে তিনটে থেকে ভোর পাঁচটা পর্যন্ত টানটান উত্তেজনা, কারণ এক করোনা আক্রান্ত হাসপাতালের খোলা জানলা গলে বিল্ডিংয়ের কার্নিশে উঠে বসে থাকলেন। তাঁকে নামাতে গিয়ে হিমশিম খেলেন স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে দমকলের কর্মীরা। অবশেষে পিপিই কিট পড়েই তাঁকে কোনও রকমে ওই কার্নিশ থেকে ফের করোনা ওয়ার্ডে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। আর এই দৃশ্য দেখতে নীচে তখন কয়েকশো মানুষের ভিড় জমে গিয়েছিল।
হাসপাতালের আধিকারিকদের প্রাথমিক অনুমান, পালানোর জন্যই খোলা জানলা গলে ওই করোনা আক্রান্ত ব্যক্তি তিন তলার কার্নিশে পৌঁছে যায়। এরপর তাঁকে পা ঝুলিয়ে বসে থাকতে দেখেন রোগীর আত্মীয়রা। খবর যায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। এরপরই তাঁকে নামাতে শুরু হয় হুলুস্থুলু কাণ্ড। কিন্তু ওই কার্নিশ থেকে কোথাও যাওয়ার উপায় ছিল না। ফলে সেখানেই দাঁড়িয়ে ছিলেন তিনি। অবশেষে পিপিই কিট পড়ে কয়েকজন বিপর্যয় মোকাবিলা কর্মী কার্নিশ থেকে উদ্ধার করেন ওই ব্যক্তিকে। কিন্তু কীভাবে সকলের নজর এড়িয়ে একজন করোনা রোগী এভাবে কার্নিশে পৌঁছে গেলেন, তা নিয়েও প্রশ্ন উঠছে। পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে।
إرسال تعليق
Thank You for your important feedback