এবার শিলিগুড়ির পুর নিগমের প্রশাসক পদ থেকে সরিয়ে দেওয়া হল অশোক ভট্টাচার্যকে। দায়িত্ব পেলেন মমতা মন্ত্রিসভার প্রাক্তন মন্ত্রী গৌতম দেব। রাজ্য সরকার তাঁর অধীনে চার সদস্যের পুরবোর্ড গঠন করল। এই পরিবর্তনের পর গৌতম দেব জানান,‘আমি নিয়োগপত্র পেয়েছি। আগামিকাল পুরসভার আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসব। আমার প্রথম কাজ কোভিড নিয়ন্ত্রণ’।
অন্যদিকে অশোক ভট্টাচার্য বলেন, ‘হেরে যাওয়ার কারণে আমি পদে থাকতে চাই না, একথা ঠিক। তবে কলকাতায় আগে প্রশাসক ছিলেন ফিরহাদ হাকিম। এবারও তিনিই দায়িত্ব পেয়েছেন। তাহলে শিলিগুড়ির ক্ষেত্রে ভিন্ন নিয়ম কেন? অর্ডার একই হওয়ার কথা ছিল। আমার সঙ্গে কোনও আলোচনা হয়নি’। তিনি আরও বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় হেরেও মুখ্যমন্ত্রী হয়েছেন। গৌতম দেবও হেরে গেছেন। তবে আমি তা মন্তব্য করতে চাই না’। ঘটনায় মুখ খুলেছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তাঁর কথায়,‘এই সিদ্ধান্ত অনৈতিক। পরাজিতদের পুর-প্রশাসক পদে বসানো হল, মানুষ এর বিচার করবেন’।
إرسال تعليق
Thank You for your important feedback