মমতার শপথের দিনেই দেশজুড়ে ধর্না বিজেপির


বিধানসভা নির্বাচনে জয়ের পর রাজ্যজুড়ে সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল আস্রিত দুষ্কৃতীরা। তৃমমূলের তাণ্ডবের বলি হয়েছেন বহু দলীয় কর্মী। অগ্নিসংযোগ করা হয়েছে বিজেপির কার্যালয়ে। এই অবিযোগে, বুধবার দেশজুড়ে ধর্নায় বসতে চলেছে বিজেপি। এর আগে ক্ষতিগ্রস্ত দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে মঙ্গলবারই দু’দিনের সফরে রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।  সোমবার দলের টুইটার হ্যান্ডেলে একথা জানানো হয়েছে। রাজ্রিযের ভোট পরবর্তী হিংসা নিয়ে রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকও। 

প্রসঙ্গত বুধবারই তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।  সূত্রের খবর, ওই দিন সকাল পৌনে এগারোটা নাগাদ রাজভবনে তিনি শপথ নেবেন। তাই নির্বাচনোত্তর হিংসার অভিযোগে মমতার শপথগ্রহণের দিনই রাজ্যের প্রধান বিরোধী দলের আসনে বসতে চলা বিজেপির এই ধর্না কর্মসূচি নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল।     

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم