বাংলায় মিটেছে ভোটপর্ব, রবিবার গণনার দিকে তাঁকিয়ে গোটা রাজ্য। কিন্তু এরমধ্যেই চুপিসাড়ে বাড়ছে করোনা সংক্রমণ। বিশেষজ্ঞ মহল থেকে শুরু করে চিকিৎসকরা আগে থেকেই সতর্ক করেছিলেন ভোট পরবর্তী করোনা সংক্রমণ নিয়ে। এবার সেটাই সত্যি হচ্ছে। ইতিমধ্যেই রাজ্যে দৈনিক সংক্রমণ সাড়ে ১৭ হাজার ছুঁইছুঁই। রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া সর্বশেষ পরিসংখ্যান (৩০ এপ্রিল) অনুযায়ী পশ্চিমবঙ্গে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৪১১ জন। সব মিলিয়ে এখনও পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা পৌঁছে গেল ৮ লাখ ২৮ হাজার ৩৬৬ জনে। এর মধ্যে সক্রিয় রোগীর সংখ্যা ১ লাখ ১৩ হাজার ৬২৪ হয়ে গিয়েছে। এই প্রথম পরপর দু’দিন রাজ্যে দৈনিক সংক্রমণ ১৭ হাজারের গণ্ডি ছাড়াল। অপরদিকে গত ২৪ ঘণ্টায় মোট ৯৬ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। যা দৈনিক মৃত্যুর নিরিখে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে ২৪ ঘন্টায় ৯৮ জনের মৃত্যু হয়েছিল রাজ্যে।
রাজ্যে ক্রমশ উর্ধ্বমুখী করোনায় মৃত্যুর গ্রাফ চিন্তা বাড়াচ্ছে সাধারণ মানুষের। শুধুমাত্র কলকাতাতেই একদিনে মারা গিয়েছেন ২৮ জন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা, এই জেলায় গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন ২০ জন করোনা রোগী। এছাড়া হুগলিতে ১৪, দার্জিলিংয়ে এবং দক্ষিণ ২৪ পরগনায় ৭জন করে জন মারা গিয়েছেন বলে রাজ্যের করোনা বুলেটিন থেকে জানা যাচ্ছে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত ১১ হাজার ৩৪৪ জন করোনায় মারা গিয়েছেন। টিকাকরণ প্রক্রিয়া জোরকদমে চললেও রাজ্যে দৈনিক সংক্রমণের হার গত ২৪ ঘন্টায় ৩২.৭০ শতাংশে পৌঁছে গিয়েছে। যা চিন্তায় ফেলেছে রাজ্য প্রশাসনকে। প্রসঙ্গত গতকালই রাজ্য সরকার আংশিক লকডাউন ঘোষণা করেছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে শপিং মল, সিনেমা হল, জিম, সুইমিং পুল সহ বেশ কয়েকটি পরিষেবা। আবার বাজার হাট কেবলমাত্র খোলা থাকবে শুধুমাত্র সকাল ৭-১০টা পর্যন্ত এবং বিকেল ৩-৫টা পর্যন্ত।
إرسال تعليق
Thank You for your important feedback