ডেবরা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে গনধর্ষণ করে খুনের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে পিংলার জামনা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, সোমবার দুপুর থেকে বেশ কিছুক্ষণ নিখোঁজ ছিলেন ওই কলেজছাত্রী। পরে সন্ধ্যার দিকে তাঁর বিবস্ত্র ঝুলন্ত দেহ উদ্ধার হয় বাড়ির পিছন দিকে মাটির একটি ঘর থেকে। সেখানেই কাজ করছিলেন কয়েকজন রাজমিস্ত্রী। তাঁদের মধ্যে একজন মহিলাও ছিল। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়ায়। গ্রামবাসীরা ওই মহিলা সহ রাজমিস্ত্রীদের আটকে রেখে পুলিশকে খবর দেয়। পিংলা থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে এবং ওই তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়। তাঁদের জেরা করার সময় কিছু অসঙ্গতি থাকায় তিনজনকেই গ্রেফতার করেছে পুলিশ।
অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবিতে বুধবার বিকেল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে পিংলা। ডেবরা কলেজের সামনে পথ অবরোধ করে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘক্ষণ ডেবরা-সবং রাজ্য সড়ক অবরোধ করে রাখেন তাঁরা। খড়গপুরের অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে। অভিযুক্তদের বয়ানে অসঙ্গতি রয়েছে। জেরা করা হচ্ছে। কারও অপরাধের ইতিহাস আছে কি না তাও দেখা হচ্ছে। ওই মহিলার ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, ধর্ষণ করেই খুন করা হয়েছে ওই কলেজ ছাত্রীকে।
إرسال تعليق
Thank You for your important feedback