শপথ নেওয়ার পর দ্রুত নব মন্ত্রীদের সাথে আলোচনায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | দপ্তর বণ্টনের পর কাজের কথা বলে সবাইকে জানিয়ে দিলেন, এবারে করোনা সংকটে সবাই ঝাঁপিয়ে পড়ুন | এই মুহূর্তে মমতার মস্ত মাথাব্যথা টিকা এবং অক্সিজেন নিয়ে | বিভিন্ন জেলায় নিয়মিত হারে সংক্রমণ বাড়ছে কিন্তু সম্পূর্ণ লকডাউন না ডেকে মুখ্যমন্ত্রী চাইছেন সামাজিক দূরত্ব মেনে মানুষ এই সময়ে চলুক, তার সাথে ইঙ্গিত দিয়েছেন মাস্ক পড়তেই হবে এবং সাবান দিয়ে হাত ধোয়া আবশ্যক | মন্ত্রী হয়ে ঠান্ডা ঘরে বসার প্রয়োজনের থেকে তিনি জোর দিয়েছেন এলাকায় এলাকায় মন্ত্রীরা এবং বিধায়ক ও নেতারা মানুষের পাশে দাঁড়ান, সেই নির্দেশই দিয়েছেন মন্ত্রীদের |
إرسال تعليق
Thank You for your important feedback