পোল্যান্ড থেকে ৫০ টি অক্সিজেন কনসেনট্রেটর আনাচ্ছেন অমিতাভ

 

দেশে দ্বিতীয় করোনার স্ট্রেন আঁছড়ে পড়েছে। তবে এই মারণ ভাইরাসের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে বিভিন্ন অভিনেতারা । এবার মানুষের পাশে দাঁড়াতে নয়া পদক্ষেপে অভিনেতা অমিতাভ বচ্চনের। পোল্যান্ড থেকে ৫০টি অক্সিজেন কনসেনট্রেটর আনার ব্যবস্থা করলেন অভিনেতা। নিজের  ব্লগের মাধ্যমে এই কথা প্রকাশ্যে আনলেন  তিনি।যদি পোল্যান্ডের  কনসাল অভিনেতাকে ব্যক্তিগতভাবে অক্সিজেন পাঠানোর কথা জানিয়েছিলেন। কিন্তু তিনি এই প্রস্তাব নাকচ করে দেন।  ইতিমধ্যে ভারতে অক্সিজেনে অভাবে চিকিৎসায় ব্যাঘাত ঘটছে। সেই কথা মাথায় রেখে তাই ভারতে আনার ব্যবস্থা করল  অক্সিজেন কনসেনট্রেটর। এদিকে ২০ টি ভেন্টিলেটর  আনার ব্যবস্থা করেছেন অভিনেতা।  ১০ টি যন্ত্র দেশে পৌঁছে। সেগুলি হাসপাতালে পৌচচ্ছে। আর বাকি ১০ টি যন্ত্র আসবে খুব শীঘ্রই। এমনই  আশ্বাস দিলেন অভিনেতা ।                      

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم