দেশে ফের উর্ধ্বমুখী করোনাগ্রাফ। দিন কয়েক দৈনিক সংক্রমণ সাড়ে তিন লাখের নীচে থাকলেও গত ২৪ ঘন্টায় সংখ্যাটা পৌঁছে গেল ৩ লাখ ৬২ হাজার ৭২৭ জনে। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৪,১২০ জন করোনা রোগীর। ফলে নতুন করে চিন্তায় স্বাস্থ্য বিশেষজ্ঞদের। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩৭ লাখ ১০ হাজার ৫২৫ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লাখ ৫২ হাজার ৬৬৫ জন করোনা আক্রান্ত। সবমিলিয়ে বলা যায় করোনার দ্বিতীয় ঢেউ কমার লক্ষণ নেই। এই পরিস্থিতিতে হাসপাতালগুলির অবস্থা খুবই খারাপ। বেশিরভাগ হাসপাতালে বেড ও অক্সিজনের অভাব। সেই সঙ্গে টিকার স্টক কমে আসায় সার্বিক টিকাকরণ বন্ধ বেশ কয়েকটি রাজ্যে।
দিল্লি ও উত্তরপ্রদেশে টানা লকডাউনের ফলে দৈনিক সংক্রমণের হার অনেকটাই কমেছে। পরিসংখ্যান বলছে গত ২৪ ঘন্টায় দিল্লিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ২৮৭ জন। বিগত কয়েক সপ্তাহের নিরিখে দিল্লিতে সংক্রমণের হার কমেছে ১৭ শতাংশ। অপরদিকে উত্তরপ্রদেশেও কমছে সংক্রমণ। গত ২৪ ঘন্টায় এই রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ১২৫ জন, মৃত্যু হয়েছে ৩২৯ জনের। সেই তুলনায় মহারাষ্ট্র (৪৬,৭৮১ জন), কেরল (৪৩,৫২৯ জন), কর্নাটক (৩৯,৯৯৮ জন), তামিলনাড়ু (৩০,৩৫৫ জন), অন্ধ্রপ্রদেশ (২১,৪৫২ জন) এবং পশ্চিমবঙ্গে (২০,৩৭৭ জন) নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। ফলে এই রাজ্যগুলি নিয়ে কপালে চিন্তার ভাঁজ বাড়ছে স্বাস্থ্যকর্তাদের।
إرسال تعليق
Thank You for your important feedback