সোমবারই দেশে করোনার দৈনিক সংক্রমণ নেমে গিয়েছিল তিন লাখের নীচে। খানিকটা স্বস্তি বাড়িয়ে আরও নীচে নামল দৈনিক সংক্রমণের হার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬৩ হাজার ৫৫৩ জন। কিন্তু চিন্তা বাড়িয়ে দৈনিক মৃত্যুর হার আরও বাড়ল। গত ২৪ ঘন্টায় দেশে মারা গিয়েছেন ৪,৩২৯ জন করোনা আক্রান্ত। ভারতে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত মোট সংক্রমিতের সংখ্যা আড়াই কোটি পেরিয়ে গেল। এখনও অবধি দেশে মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৫২ লাখ ২৮ হাজার ৯৯৬ জন। আবার করোনার জেরে দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২ লাখ ৭৮ হাজার ৭১৯ জনের। মৃত্যুর নিরিখে গত ২৪ ঘন্টায় মৃতের সংখ্যাই এখনও পর্যন্ত সর্বোচ্চ।
India reports 2,63,533 new #COVID19 cases, 4,22,436 discharges and 4,329 deaths in the last 24 hours, as per Union Health Ministry
— ANI (@ANI) May 18, 2021
Total cases: 2,52,28,996
Total discharges: 2,15,96,512
Death toll: 2,78,719
Active cases: 33,53,765
Total vaccination: 18,44,53,149 pic.twitter.com/75fXkY6Xjh
বিশেষজ্ঞদের অভিমত, মহারাষ্ট্র, দিল্লি, উত্তরপ্রদেশ, ছত্তীসগঢ়, গুজরাত, মধ্যপ্রদেশ, বিহার, কেরলের মতো রাজ্যগুলিতে সংক্রমণের হার কমেছে। যার ফলে দেশের সার্বিক সংক্রমণ কমল অনেকটা। কিন্তু চিন্তা বাড়াচ্ছে তামিলনাড়ু, কর্নাটক, অন্ধ্রপ্রদেশের মতো রাজ্যগুলি। আপরদিকে পশ্চিমবঙ্গের মতো রাজ্যেও সংক্রমণ লাগামছাড়া। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬৩ হাজার ৫৩৩ জন। সেখানে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৪ লাখ ২২ হাজার ৪৩৬ জন। এর জেরেই দেশে সক্রিয় রোগীর সংখ্যাও কমছে। এখনও পর্যন্ত আশার আলো এটাই। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৩৩ লাখ ৫৩ হাজার ৭৬৫।
إرسال تعليق
Thank You for your important feedback