দ্বিতীয় ডোজের টিকা দেবে রাজ্য, তৈরি হল তালিকা

 


যারা বেসরকারি সংস্থা থেকে করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন তাঁদের দ্বিতীয় ডোজ দেবে রাজ্য সরকার। মঙ্গলবারই চূরান্ত হল পরিকল্পনা। প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, যাঁরা প্রথম ডোজ পেয়েছেন, তাঁদের দ্বিতীয় ডোজের টিকা দ্রুত দিয়ে দেওয়া হবে। এবং তা দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে। কলকাতা পুরসভা, নিউটাউন কলকাতা ডেভলপমেন্ট অথরিটি (এনকেডিএ) এবং বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের বাসিন্দারা প্রথম পর্যায়ে এই সুযোগ পাবন। জানা যাচ্ছে, বেসরকারি সংস্থার থেকে নেওয়া টিকা যে এলাকা থেকে নেওয়া হয়েছে তারই আশেপাশের সরকারি টিকাদান কেন্দ্রে ব্যবস্থা করা হচ্ছে। সেইমতো একটি ক্যালেন্ডারও তৈরি করা হচ্ছে। কারণ কোভিশিল্ড টিকার ক্ষেত্রে ৫৬ দিনের বেশি এবং কোভ্যাক্সিনের ক্ষেত্রে ৪২ দিনের অন্তর রাখা হয় টিকার দ্বিতীয় ডোজে। ক্যালেন্ডারে এই বিষয়টিতেই নজর রাখা হচ্ছে। নির্দিষ্ট দিনে সরকারের ঠিক করে দেওয়া নির্দিষ্ট জায়গায় গেলেই টিকার দ্বিতীয় ডোজটি পেয়ে যাবেন। টিকা পাওয়ার জন্য ভোটার কার্ড/আধার কার্ড পাসপোর্ট, প্যান কার্ড ইত্যাদি এবং প্রথম ডোজ নেওয়ার প্রমাণপত্র (এসএমএস বা রিসিট) নিয়ে যেতে হবে। মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, যাঁরা প্রথম ডোজ পেয়েছেন, কিন্তু দ্বিতীয় ডোজটি পাননি, আগামী কয়েকদিনে দ্বিতীয় ডোজ টিকায় তাঁরা সর্বোচ্চ অগ্রাধিকার পাবেন।



 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم