রাজ্যে ক্রমাগত বেড়ে চলা করোনা সংক্রমণের মধ্যেই টিকাকরণ নিয়ে আশঙ্কার মেঘ ঘনাল। একদিকে দ্রুত বাড়ছে সংক্রমণ অন্যদিকে মৃত্যুর হার। এই পরিস্থিতিতে টিকার জোগান নেই রাজ্যে। ফলে স্বাস্থ্য দফতরের হাতে যেটুকু টিকা মজুদ আছে সেটা দিয়ে প্রথম ডোজ টিকাদান বন্ধ রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। শনিবার নির্দেশিকা জারি করে রাজ্যের স্বাস্থ্য দফতর জানিয়ে দিল স্বাস্থ্যকর্মী, জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত এবং ৪৫ ঊর্ধ্ব মানুষজন এবং যাঁদের দ্বিতীয় ডোজ নেওয়া বাকি, আপাতত তাঁদেরই প্রাধান্য দেওয়া হবে। অর্থাৎ যে সমস্ত স্বাস্থ্যকর্মী এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তি এখনও টিকা পাননি তাঁরাই শুধু প্রথম ডোজ টিকা পাবেন। এই নির্দেশিকার ফলে রাজ্যে ১৮ উর্ধ্বদের সার্বিক টিকাকরণে ধাক্কা খেল।
নবান্ন সূত্রে খবর, যারা প্রথম ডোজ কোভিড টিকা নিয়েছেন আপাতত তাঁদের টিকাকরণ সম্পূর্ণ করতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। ওই কেন্দ্রীয় নির্দেশিকা অনুযায়ী স্বাস্থ্যকর্মী এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্তরা এবং ৪৫ ঊর্ধ্ব মানুষজন যাঁদের ঝুঁকি বেশি কেবলমাত্র তাঁদেরই টিকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সেই মতো বিনামূল্যের টিকাই পাঠাবে কেন্দ্রীয় সরকার। কলকাতা পুরসভা সহ রাজ্যের সমস্ত জেলা প্রশাসনকেই কেন্দ্রের নির্দেশ মেনে টিকাদান কর্মসূচি চালানোর নির্দেশ দিয়েছে নবান্ন। তবে নবান্ন সূত্রে খবর, কেন্দ্রের কাছ থেকে পর্যাপ্ত টিকা এলেই ১৮ উর্ধ্বদের সার্বিক টিকাকরণ শুরু হবে রাজ্যে।
إرسال تعليق
Thank You for your important feedback