করোনার দ্বিতীয় ঢেউয়ে কার্যত বেসামাল হয়ে পড়েছিল ভারত। প্রথম ধাক্কার থেকেও এই সময়টা বেশি সঙ্কটময় বলেই দাবি করে আসছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। করোনার নতুন স্ট্রেনগুলি আরাও বেশি শক্তিশালী ও ঘাতক, তাই সংক্রমণের হার ও মৃত্যুর হারও অনেকটা বাড়িয়ে দিয়েছে গত বছরের তুলনায়। তবে এই সময়কালে শুধুমাত্র যে সাধারণ মানুষরাই ক্ষতিগ্রস্থ হয়েছেন সেটা নয়। বিপুল সংখ্যক চিকিৎসক এবং চিকিৎসাকর্মীরাও আক্রান্ত হয়েছেন মারণ ভাইরাসে। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ) জানিয়েছে, শুধুমাত্র করোনার দ্বিতীয় ঢেউয়েই মারা গিয়েছেন ৩২৯ জন চিকিৎসক। যদিও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এই দাবির সত্যতা স্বীকার করেনি।
তবে আইএমএ-এর তরফে পরিসংখ্যান দিয়েই দাবি করা হয়েছে এই খবর। আইএমএ সভাপতি ডাঃ জে জালাল জানিয়েছেন, গোটা দেশ থেকে আইএমএ- বিভিন্ন শাখার থেকে আসা তথ্য এবং পরিসংখ্যান অনুযায়ী এই তথ্য প্রকাশ করা হয়েছে। আইএমএ আরও জানাচ্ছে, দেশের মধ্যে সবচেয়ে বেশি চিকিৎসকের মৃত্যু হয়েছে বিহারে, ওই রাজ্যে ৮০ জনের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসের জেরে। এরপরেই আছে দিল্লি। এখানে মৃত্যু হয়েছে ৭৩ জন চিকিৎসকের। প্রসঙ্গত, গত ১৮ মে আইএমএ জানিয়েছিল করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় ২৬৯ জন চিকিৎসক প্রাণ হারিয়েছেন গোটা দেশে। পরবর্তী ৪৮ ঘণ্টায় এই সংখ্যাটা আরও বেড়েছে। ফলে চিন্তায় চিকিৎসক মহল।
إرسال تعليق
Thank You for your important feedback