করোনায় আক্রান্ত শিল্পা শেট্টির গোটা পরিবার, রেহাই পাননি দুই শিশুও

করোনায় আক্রান্ত হলেন বলি অভিনেত্রী শিল্পা শেট্টির গোটা পরিবার। এমনকি বাদ যায়নি শিল্পার দুই শিশু সন্তানও। তবে করোনা নেগেটিভ অভিনেত্রী। সোশাল মিডিয়ায় নিজেই এই খবর জানিয়েছেন শিল্পা শেট্টি। তিনি জানিয়েছেন, ‘গত ১০ দিন আমাদের পরিবারের কাছে খুবই কঠিন ছিল। আমার শ্বশুর-শাশুড়ি, সমিশা, বিয়ান, আমার মা এবং স্বামী রাজ করোনায় আক্রান্ত। তাঁরা প্রত্যেকেই নিজেদের ঘরে আইসোলেশনে রয়েছেন ডাক্তারের পরামর্শ ও গাইডলাইন মেনে। বাড়ির কর্মচারীদের মধ্যে দু’জন করোনা আক্রান্ত। তাঁদেরও চিকিৎসা চলছে। ঈশ্বরের কৃপায় এখন সকলেই অনেকটা ভাল আছেন। আমার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে’। 

 

এই দুর্দিনেও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোশ্যাল পোস্টে সাধারণ মানুষের উদ্দেশ্যে সাবধানবাণী মনে করিয়ে দিয়েছেন। ওই পোস্টেই তিনি লিখেছেন, ‘মাস্ক পরুন, স্যানিটাইজ করুন, সাবধানে থাকুন’। একই সঙ্গে আবেদন করেছেন মানসিকভাবে শক্ত থাকতে, পজিটিভ থাকতে। বর্তমানে নাচের রিয়ালিটি শো ‘সুপার ডান্সার’-এর অন্যতম বিচারক শিল্পা শেট্টি। সূত্রের খবর, এই রিয়ালিটি শো-এর শুটিং আপাতত বন্ধ রেখেছেন তিনি। করোনার দ্বিতীয় ঢেউয়ে কার্যত বেসামাল বলিউডে। পরপর আক্রান্ত হয়েছেন সোনু সুদ, অক্ষয় কুমার, রণবীর কাপুর, আলিয়া ভাট, ভূমি পেড়নেকর, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফের মতো তারকারা।
 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم