২৪ ঘণ্টায় ফের চার লাখ ছাপিয়ে গেল দেশের কোভি়ড সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে, একদিনে ৪ লাখ ১২ হাজার ২৬২ জন নতুন করে আক্রান্ত। এখনও পর্যন্ত এই সংখ্যা সর্বোচ্চ। পয়লা মে প্রথম দৈনিক সংক্রমণ ৪ লাখ ছাড়ায়। এরপর চার দিন সাড়ে তিন লাখের বেশি ছিল সংক্রমণ।
পাশাপাশি দেশে বেড়েই চলেছে দৈনিক মৃত্যু। প্রায় চার হাজার ছুঁয়েছে ২৪ ঘণ্টায় মৃত্যু। প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৯৮০ জন। একদিনে মৃত্যুর হিসাবে এই সংখ্যাও এখনও অবধি সর্বোচ্চ। কয়েকদিন ধরেই দেশের মৃত্যু সংখ্যা তিন হাজারের উপরে। দেশে মোট মৃত্যুর সংখ্যা ২ লাখ ৩০ হাজার ছাড়িয়েছে।
সারা বিশ্বে প্রতিদিন যত মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন তার প্রায় অর্ধেকই এখন ভারতে। প্রচুর মানুষ দিনেদিনে করোনা ভাইরাসে সংক্রমতি হওয়ায় বাড়ছে উদ্বেগ। তবে আশার আলো জাগিয়ে রেখেছে কোভিডের টিকাকরণ। ২৪ ঘণ্টায় টিকা পেয়েছেন ২০ লাখ ১৯ হাজার ১৫১ জন।
إرسال تعليق
Thank You for your important feedback