শনিবারই চার লাখ ছাপিয়ে যায় দেশের দৈনিক সংক্রমণ । রবিবার ও সোমবার তা কিছুটা কমেছে। সোমবার নতুন করে আক্রান্ত ৩ লক্ষ ৬৮ হাজার ১৪৭ জন। যদিও শনিবারের তুলনায় দু’দিন দেশে করোনা পরীক্ষাও হয়েছে কম। দেশে মোট আক্রান্ত ১ কোটি ৯৯ লক্ষ ২৫ হাজার ৬০৪ জন।
সংক্রমণের পাশাপাশি ২৪ ঘণ্টায় কমেছে মৃত্যুও। যদিও সাড়ে তিন হাজারের আশেপাশেই রয়েছে মৃত্যু সংখ্যা। ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩ হাজার ৪১৭ জনের। দেশে মোট মৃত্যু হয়েছে ২ লাখ ১৮ হাজার ৯৫৯ জনের।
যদিও সংক্রমণ বাড়ায় দেশে সক্রিয় রোগী সংখ্যাও বাড়ছে। মোট সক্রিয় রোগী ৩৪ লক্ষ ১৩ হাজার ৬৪২ জন। ফলে চিকিৎসা পরিষেবা দিতে জেরবার হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রগুলি। দেশে অক্সিজেনের চাহিদাও তুঙ্গে। শনিবার থেকেই শুরু হয়েছে তৃতীয় দফার টিকাকরণ। এই দফায় ১৮ বছরের বেশি বয়সি সকলেই টিকা পাওয়ার যোগ্য। রবিবার টিকাকরণ কম হওয়ায়, দেশে টিকা পেয়েছেন মাত্র ৩ লক্ষ ৮২ হাজার ১৭৬ জন। গত রবিবারগুলির তুলনায় যা অনেকটাই কম। দেশে এখনও পর্যন্ত মোট টিকা দেওয়া হয়েছে ১৫ কোটি ৭১ লাখেরও বেশি মানুষকে।
إرسال تعليق
Thank You for your important feedback