এবার বঙ্গোপসাগরে, বাংলার দিকেই ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘যশ’

অতি প্রবল ঘূর্ণিঝড় আমফানের স্মৃতি এখনও আম বাঙালির কাছে টাটকা। এর এক বছরের মধ্যেই আরেক শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। মনে করা হচ্ছে আগামী ২৩-২৫ মে-র মধ্যে আছড়ে পড়তে পারে বঙ্গোপসাগরের কোনও উপকূলবর্তী এলাকায়। ওডিশা ও পশ্চিমবঙ্গ উপকূলের দিকেই আপাতত অভিমুখ বলে মনে করছেন আবহবিদরা। এই সুপার সাইক্লোনের (Severe Cyclone) নাম ‘যশ’ (Yash)। নামটি দিয়েছে ওমান। মৌসম ভবনের খবর, আগামী ২৩ মে নাগাদ নিম্নচাপটি তৈরি হবে মায়ানমার লাগোয়া পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে। এবং সেটি ক্রমশ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিনত হবে। ফলে পুরো বিষয়ের দিকে কড়া নজর রাখছেন আবহবিদরা। মৌসম ভবনের পূর্বাঞ্চলীয় প্রধান, উপ মহানির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। আমরা নজর রাখছি। বৃহস্পতিবার নাগাদ আরও স্পষ্ট করে বলা যাবে’। 


 আমফানের প্রভাবে...


গত বছর মে মাসেই বাংলা ও বাংলাদেশ উপকূলে আছড়ে পরেছিল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘আমফান’। যা তাণ্ডব চালিয়েছিল সুন্দরবন এবং লাগোয়া অঞ্চলে। প্রায় শ’খানের মানুষের মৃত্যু হয়েছিল আমফানের তাণ্ডবে। দীর্ঘদিন ধরে বিদ্যুৎহীন হয়েছিল বিস্তৃর্ণ এলাকা। এবারও কী একই ধরণের শক্তি নিয়ে ধেয়ে আসবে ঘূর্ণিঝড় ‘যশ’? আবহবিদরা বলছেন, এখনই এটা বলা সম্ভব নয়। তবে দিল্লির মৌসম ভবন জানাচ্ছে, দু’সপ্তাহের আউটলুক থেকে একটা জিনিস স্পষ্ট, ওডিশা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ বা মায়ানমার উপকূলের দিকেই এগোতে পারে সম্ভাব্য শক্তিশালী নিম্নচাপটি। অপরদিকে আবহবিদদের একাংশ মনে করছেন এটার অভিমুখও সুন্দরবনের দিকেই। তবে পরবর্তী সময়ে অভিমুখ পাল্টে বাংলাদেশ বা ওডিশার দিকে ঘুরে যেতে পারে। তবে এখন বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি সঞ্চয় করছে নিম্নচাপটি। যার জেরে বাংলায় বাড়ছে গরম। ভ্যাবসা গরমে নাজেহাল হতে হচ্ছে মানুষকে। গত ২৪ ঘন্টায় একধাক্কায় গরম বেড়েছে ৫ ডিগ্রি। তবে আপাতত আবহবিদরা নজর রাখছেন মায়ানমার লাগোয়া পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের দিকে।

 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم