রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত অব্যহত। এবার রাজ্যের বিরুদ্ধে অসহযোগীতার অভিযোগ তুলে রাজ্যপাল জগদীপ ধনকড় ডেকে পাঠালেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে। শনিবার সন্ধ্যা সাতটার মধ্যে তাঁকে রাজভবনে গিয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে বলা হয়েছে। শনিবার টুইট করে নিজেই রাজ্যপাল জানান, ‘রাজ্যে ভোট পরবর্তী হিংসা ও বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রিপোর্ট দিতে ব্যর্থ অতিরিক্ত মুখ্যসচিব এইচ এস দ্বিবেদী। তাই মুখ্যসচিবকে তলব করা হয়েছে’। তিনি টুইটে আরও লেখেন, ‘আমার নির্দেশের পরেও রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিবের ভোট পরবর্তী হিংসার ঘটনা নিয়ে রিপোর্ট না দেওয়াকে কোনও মতেই সমর্থন করা যায় না। এমনকি রাজ্যের ডিজি ও কলকাতার পুলিশ কমিশনার যে রিপোর্ট দিয়েছিলেন সেই রিপোর্টও আমাকে পাঠাননি তিনি। এই ঘটনা থেকে প্রমাণিত, তিনি নিজের কর্তব্য থেকে বিচ্যুত হয়েছেন। ভোট পরবর্তী হিংসার ফলে রাজ্যে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। তাই রাজ্যের মুখ্যসচিবকে তলব করা হয়েছে। রাজ্যের ডিজি ও কলকাতার পুলিশ কমিশনার যে রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্ট সম্পর্কে রাজ্যপালকে জানানোর জন্যই তলব করা হয়েছে তাঁকে’।
Such drifting of governance @MamataOfficial from constitutional prescriptions is unfortunate and cannot be overlooked. While the State passes through most severe post poll violence, there is just NO input to the constitutional head. This is least expected.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 8, 2021
উল্লেখ্য, এর আগেও বহুবার রাজ্যের সঙ্গে সংঘাতে জড়িয়েছিলেন রাজ্যপাল। দিন দুই আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখনও মন্ত্রীসভা গঠন করে উঠতে পারেননি তিনি। এই পরিস্থিতিতে রাজ্য রাজনীতি উত্তাল ভোট পরবর্তী হিংসা নিয়ে। বিজেপি বিধানসভায় স্পিকার নির্বাচনের অধিবেশন বয়কট করেছে শনিবার। এরমধ্যেই রাজ্যপাল রাজ্যের মুখ্যসচিবকে তলব করার ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।
إرسال تعليق
Thank You for your important feedback