একদিকে ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ইয়াস, অন্যদিকে অপেক্ষায় জোড়াফলা পূর্ণিমা ও চন্দ্রগ্রহণ। ফলে দুর্যোগ আরও বাড়বে বলেই আশঙ্কা করছেন আবহবিদরা। তাঁদের মতে পূর্ণিমা এবং চন্দ্রগ্রহণের জেরে ইয়াস আরও দ্রুত স্থলভূমির দিকে এগিয়ে আসতে পারে, এমনকি ঝড়ের গতিও বাড়তে পারে। ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা থেকে যাচ্ছে। আপাতত ঘূর্ণিঝড়ের দিকে কড়া নজর রাখছেন আবহবিদরা। বুধবার একদিকে যেমন পূর্ণিমা অন্যদিকে তেমন চন্দ্রগ্রহণও আছে। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, বুধবার পূর্ণিমার প্রভাবে সকাল ৯টা ১৫ মিনিট থেকে শুরু হবে জোয়ার, চলবে ১০টা ৪৮ মিনিট পর্যন্ত। ওই সময় সর্বোচ্চ সীমায় থাকবে জোয়ার। এরপর সন্ধ্যার পর ফের আসবে জোয়ার। রাত ১১টা ৪ মিনিট নাগাদ সর্বোচ্চ পর্যায়ে থাকবে জোয়ার। এই সময় জলস্তর প্রায় সাড়ে ৫ মিটার উঠতে পারে। অপরদিকে বুধবার দুপুর ৩টে ১৫ মিনিটে শুরু হবে চন্দ্রগ্রহণ। চলবে সন্ধ্যা ৬টা ২৩ মিনিট পর্যন্ত। এই দুইয়ের ধাক্কায় ঘূর্ণিঝড় ইয়াসের গতি আরও বাড়বে বলেই মনে করছেন আবহবিদরা। তবে জোয়ারের সময় যদি ঘূর্ণিঝড় স্থলভূমিতে আছড়ে পড়ে তবে তার প্রভাব হবে মারাত্মক। স্বভাবতই চিন্তায় প্রশাসন।
إرسال تعليق
Thank You for your important feedback