রাজ্যের মুখ্যমন্ত্রীর মসনদে তৃতীয়বার। শপথের দিনই মমতা বন্দ্যোপাধ্যায়কে টুইট করে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Congratulations to Mamata Didi on taking oath as West Bengal’s Chief Minister. @MamataOfficial
— Narendra Modi (@narendramodi) May 5, 2021
রাজ্য বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় তৃণমূল কংগ্রেস। হ্যাটট্রিক করে ফের নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের ফল ঘোষণার দিন দেশের বিভিন্ন প্রান্তের হেভিওয়েটে নেতারা ফোনে শুভেচ্ছা জানান। তবে ফোন আসেনি খোদ প্রধানমন্ত্রীর তরফে। তৃণমূল সুপ্রিমোর গলায় যেন ছিল আক্ষেপের সুর। তবে সৌজন্যবশত মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ব্যস্তস্তার কারণেই হয়তো ফোন করতে পারেননি নরেন্দ্র মোদী। অবশেষে শপথের দিন প্রধানমন্ত্রীর শুভেচ্ছা টুইট। খানিকটাও হলেও আক্ষেপ কমল তৃণমূল সুপ্রিমোর।
إرسال تعليق
Thank You for your important feedback