রাজ্যজুড়ে শুরু হওয়া কার্যত লকডাউনের প্রথমদিনেই ভয়াবহ পথ দুর্ঘটনা বারাসতে। রবিবার দুপুরে বারাসতের ডাক বাংলো মোড়ে একটি পার্সেল ভ্যান নিয়ন্ত্রন হারিয়ে একটি মোটরবাইকে ধাক্কা মারে। তাতে প্রাণ হারায় এক যুবক এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও এক যুবক। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, লকডাউনের জন্য রাস্তা ফাঁকা পেয়ে একটি পার্সেল ভ্যান অত্যন্ত দ্রুতগতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রন হারায় ডাক বাংলোর কাছে। সেসময় একটি বাইককে ধাক্কা মারে গাড়িটি। দুই বাইক আরোহী গুরুতর আহত হলে তাদের বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সেখানে প্রীতম নাথ (২৮) বলে এক যুবকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। অপর যুবক স্বপন নাথ (২৬) গুরুতর আহত অবস্থায় বারাসাত হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে খবর, তাঁদের বাড়ি অশোকনগরে। দূর্ঘটনার পর থেকে পার্সেল ভ্যানটির চালক পলাতক। তবে গাড়িটি আটক করেছে বারাসত থানার পুলিশ।
إرسال تعليق
Thank You for your important feedback