করোনা সংক্রমণের বৃদ্ধি ঠেকাতে রাজ্যজুড়ে কার্যত লকডাউন জারি করেছে রাজ্য সরকার। এই পরিস্থিতিতে আইন অমান্য করার দায়ে বিজেপির তিন সদ্য জয়ী বিধায়ককে গ্রেফতার করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। রাজ্যজুড়ে শুরু হওয়া কার্যত লকডাউনের প্রথম দিনেই সরকারি অব্যবস্থার প্রতিবাদে ধর্ণায় বসেছিলেন বিজেপির তিন বিধায়ক। শিলিগুড়ি শহরের প্রাণকেন্দ্র হাসমি চকে ধর্ণা দিচ্ছিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, শিখা চট্টোপাধ্যায় এবং আনন্দময় বর্মন। সকাল ৯টা থেকে এই অবস্থান শুরু করেন তাঁরা। পুলিশ তাঁদের বার বার অবস্থান তুলে নিতে বললেও অবস্থান চালিয়ে যেতে থাকেন তিন বিজেপি বিধায়ক। এই নিয়ে পুলিশের সঙ্গে বিস্তর তর্ক-বিতর্ক হয়। লকডাউন উপেক্ষা করে এভাবে জমায়েত করার অভিযোগেই তাঁদের আটক করে শিলিগুড়ি থানার পুলিশ।
বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের অভিযোগ, শিলিগুড়ি শহরে যেভাবে একের পর এক মৃত্যু ঘটছে তা নিয়ে কোনও হেলদোল নেই প্রশাসনের। এছাড়াও বিভিন্ন বেসরকারি হাসপাতাল গুলো যেভাবে সাধারণ মানুষের থেকে চিকিৎসার নামে টাকা নিচ্ছে তা নিয়ে জেলা প্রশাসন নিশ্চুপ। তিনি আরও বলেন, সম্প্রতি অশোক ভট্টাচার্যকে সরিয়ে শিলিগুড়ি পৌরসভায় চেয়ারম্যান পদে বসানো হয়েছে তৃণমূল নেতা গৌতম দেবকে। নির্বাচনে হেরে গিয়ে কীভাবে মনোনীত হচ্ছেন? আবার শিলিগুড়ির জয়ী জনপ্রতিনিধিদের সরকারি কোনও বৈঠকেও ডাকা হচ্ছে না। এইসবেরই প্রতিবাদে লকডাউনের প্রথম দিনই শিলিগুড়ির রাস্তায় বসে বিক্ষোভ দেখান শঙ্কর ঘোষ, শিখা চট্টোপাধ্যায় এবং আনন্দময় বর্মন। পরে পুলিশ তাঁদের গ্রেফতার করেছে।
إرسال تعليق
Thank You for your important feedback