কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় মঙ্গলবার দুপুর থেকে তুমুল বৃষ্টিপাত
শুরু হল। বেলা সাড়ে ১২টা থেকে তুমুল বৃষ্টির সঙ্গে চলে বজ্রপাত, সেই
সঙ্গে ঝোড়ো হাওয়া। কলকাতা সহ বৃষ্টি হয়েছে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ
২৪ পরগনা, মালদহ, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে। দুপুরের
মধ্যে সন্ধ্যার আঁধার নেমে যায় শহর কলকাতায়। বেলা ১টা থেকে তুমুল বৃষ্টির
জেরে শহরের অধিকাংশ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। মানিকতলা, সেন্ট্রাল অ্যাভিনিউ,
ঠনঠনিয়া, পার্ক স্ট্রিটে হাঁটুর ওপর পর্যন্ত জল জমে যায়। জল জমে সুখিয়া স্ট্রিট, বিধান সরণী, বেহালা, লেক গার্ডেন্সেও। ফলে যান চলাচল
ধীর গতিতে চলছে ওই সমস্ত এলাকায়। এমনিতেই করোনা পরিস্থিতির জন্য আংশিক
লকডাউনে কলকাতায় জনসমাগম অনেকটাই কম। রাস্তাঘাটে গণপরিহণ কম। এই
পরিস্থিতিতে আচমকা বৃষ্টির জেরে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। অপরদিকে
মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার পুঠিমারী মাঠে বাজ পড়ে মৃত্যু হল এক
ব্যক্তির। মৃতের নাম নাজির হোসেন (৩৫)। জেলায় জেলায় চলছে কালবৈশাখীর
তাণ্ডব। প্রচুর চাষজমির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে।
إرسال تعليق
Thank You for your important feedback