পশ্চিমবঙ্গের পাশাপাশি আরও চারটি রাজ্যেও বিধানসভা ভোট হয়েছিল। রবিবার ওই চার রাজ্যেও চলছে ভোটগণনা। বাংলার পাশাপাশি ওই রাজ্যগুলির ফলের দিকেও তাকিয়ে গোটা দেশ। ২৩৪ আসনের তামিলনাড়ুতে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। এখনও পর্যন্ত ডিএমকে জোট ৭৫ আসনে এগিয়ে থাকলেও এডিএমকে-বিজেপি জোট এগিয়ে ৬৪ আসনে। দক্ষিণের আরেক রাজ্য কেরলেও লড়াই হচ্ছে সমানে সমানে। ১৪০ আসনের কেরল বিধানসভায় বামজোট ৮০ আসনে এগিয়ে। সেখানে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জোট ৫৫ আসনে এগিয়ে রয়েছে। বিজেপি এখনও পর্যন্ত তিনটি আসনে এগিয়ে রয়েছে কেরলে। অপরদিকে পুদুচেরিতে এনআর কংগ্রেস-বিজেপি জোট কিছুটা এগিয়ে রয়েছে। পুদুচেরিতে ১২ আসনে ভোট হয়েছিল। এনআর কংগ্রেস ৫টি, বিজেপি ৩টি আসনে এগিয়ে পুদুচেরিতে। কংগ্রেস সেখানে দুটি আসনে এগিয়ে।
অপরদিকে অসমে বিজেপি ভালো ফল করছে। ১২৬ আসনের অসমে বিজেপি ইতিমধ্যেই ৬০ আসনে এগিয়ে। কংগ্রেস জোট ৪৮ আসনে। অসমের ৩টি আসনে এগিয়ে রয়েছে ছাত্র সংগঠন ‘আসু’র নেতাদের তৈরি নয়া দল ‘অসম জাতীয় পরিষদ’। এবার বুথফেরত সমীক্ষায় আভাস মিলেছিল। অসমে চূড়ান্ত ফলাফলেও সেই আভাসই বাস্তবায়িত হওয়ার পথে। প্রথম অকংগ্রেসি সরকার হিসেবে পরপর দু'বার সরকার গঠনের পথ প্রশস্ত করেছে গেরুয়া শিবির। বিদায়ী মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল বলেন, ‘ট্রেন্ড এখনও দেখাচ্ছে যে অসমের ভোটাররা আবারও বিজেপির উপর আস্থা রেখেছেন। আমরা অবশ্যই পরবর্তী সরকার গঠন করব’।
إرسال تعليق
Thank You for your important feedback