নন্দীগ্রামে শুভেন্দুই জয়ী, হার স্বীকার মমতার


 
শেষ হয়েও হইল না শেষ। নন্দীগ্রামে শুভেন্দুই জয়ী হলেন। রবিবার মমতার জয় নিয়ে তৈরি হয়েছিল বিভ্রান্তি। এদিন দিনভর হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিকেলে ১৮ রাউন্ডের পর জানা যায় নন্দীগ্রামে জিতেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সন্ধ্যা গড়াতেই পাশা উল্টে গেল। নন্দীগ্রামে জিতলেন ভূমিপুত্রই। জানা যাচ্ছে, নির্বাচন কমিশনের সার্ভার সমস্যার জন্য ফলাফল সঠিকভাবে জানা যাচ্ছিল না। কিন্তু সন্ধ্যার দিকে শুভেন্দুই দাবি করেন, তিনি ১৬২২ ভোটে জিতে গিয়েছেন। পরে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সাংবাদিক সম্মেলন করার সময় স্বীকার করে নিলেন তিনি নন্দীগ্রামে হেরে গিয়েছেন। এর আগে সংবাদসংস্থা এএনআই জানিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় ১২০০ ভোটে জিতেছেন। কিন্তু পড়ে জানা যায়, শুভেন্দু জয়ী হয়েছেন। এদিন সাংবাদিক বৈঠকে হার স্বীকার করলেও জানান, ‘নন্দীগ্রামের মানুষের রায় মেনে নিচ্ছি। কিন্তু ওখানে ভোট লুঠ হয়েছে। আদালতে যাব আমরা’। । তবে নির্বাচন কমিশনের তরফে এখনও পর্যন্ত এ নিয়ে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।

 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم