বিধায়ক পদে শপথ নিলেন দু’দলের একঝাঁক তারকা

বুধবারই রাজভবনে তৃতীয়বারের জন্য রাজভবনে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার থেকে শুরু হল বিধায়কদের শপথ নেওয়ার পালা। যদিও করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বিধায়কদের শপথ দু’দিনে সম্পন্ন হচ্ছে। বৃহস্পতিবারই বিধায়ক হিসেবে শপথ নিলেন একঝাঁক টলি তারকা। এরমধ্যে বিজেপির তরফে ছিলেন একমাত্র হিরণ। বাকিরা তৃণমূল শিবিরের, যারমধ্যে রাজ চক্রবর্তী, জুন মালিয়া, সোহম চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, লাভলি মৈত্র, অদিতি মুন্সি, চিরঞ্জিত চক্রবর্তী। ক্রীড়াজগতের দুই প্রার্থীও শপথ নিলেন এদিন। তাঁরা হলেন, ক্রিকেটার মনোজ চক্রবর্তী এবং প্রাক্তন ফুটবলার বিদেশ বসু। বিজেপির তরফে শপথ নিলেন বাংলার ক্রিকেটার অশোক দিন্দাও। বৃহস্পতিবার শপথ নিলেন ৮ জেলার ১৪৩ জন বিধায়ক। এরমধ্যে রয়েছেন তৃণমূল ও বিজেপি দুই শিবিরের মোট ১২ জন তারকা। সকলকে শপথবাক্য পাঠ করালেন প্রোটেম স্পিকার সুব্রত মুখোপাধ্যায়। বিধানসভা সূত্রে খবর, বৃহস্পতিবার দুই অর্ধে যে ১৪৩ জন শপথ নিচ্ছেন তার মধ্যে প্রথমার্ধে (বেলা ১১টা থেকে দুপুর ১টা) কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার ৭৪ জন শপথ নেবেন। এরপর দ্বিতীয়ার্ধে (দুপুর ২টো থেকে ৪টে) হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের ৬৯ জন শপথ নেবেন।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم