কেরিয়ারে শীর্ষ থেকে বাইশগজকে বিদায় জানানোর নজির অনেক ক্রিকেটারের আছে। কিন্তু সক্রিয় রাজনীতিতে যুক্ত থেকে ভোট কৌশলকে বিদায়ের নজির বোধহয় এই প্রথম। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয় নিশ্চিত করেই ভোট কৌশলে ইতি টানলেন প্রশান্ত কিশোর। ভোটের কৌশল আর নয়, এ বার অন্য কিছু, বাংলার নির্বাচনের কাজ শেষ করে এমনই ঘোষণা করলেন প্রশান্ত কিশোর।
মাস চারেক আগেই কষে দিয়েছিলেন ইভিএমের হিসেবনিকেশ। আগাম জানিয়েছিলেন, বিধানসভা নির্বাচনে দুই অঙ্কও পার করবে না বিজেপি। রবিবার ভোটের ফলাফলে অক্ষরে অক্ষরে তা মিলেছে। মিশন নবান্নে দুই সংখ্যাতেই আটকে যায় বিজেপি। অন্যদিকে, দুশো পেরিয়ে অভূতপূর্ব ফল করেছে তৃণমূল কংগ্রেস। এনিয়ে নেটমাধ্যম যখন প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন তাঁকে, সেসময়ই ভোটকুশলীর কাজ থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করলেন প্রশান্ত কিশোর। সংবাদমাধ্যম প্রশ্ন করলে প্রশান্ত জানান, ‘‘দিদিকে সাহায্য করতে পেরে খুশি আমি। এই জয়ের মধ্যেও জানিয়ে রাখি যে আমি এই কাজ ছাড়ছি। আর এই কাজ করতে চাই না। অনেক হয়েছে। সহকর্মীদের হাতে আইপ্যাকের দায়িত্ব তুলে দিয়ে জীবনে অন্য কিছু করতে চাই আমি।’’
তবে ভোট পরামর্শদাতার ভূমিকা থেকে অবসর নেওয়ার পর কী করবেন তা এখনও খোলসা করেননি প্রশান্ত কিশোর।
إرسال تعليق
Thank You for your important feedback