পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী হিংসা নিয়ে ফোন প্রধানমন্ত্রীর, টুইটে জানালেন রাজ্যপাল

 


২ মে রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়। এরপরই জেলায় জেলায় বিজেপি নেতা-কর্মীদের আক্রান্ত হওয়ার অভিযোগ উঠেছে। দলের কর্মীদের নিয়ে উদ্বিগ্ন খোদ নরেন্দ্র মোদী। ভোট পরবর্তী হিংসা নিয়ে এবার রাজ্যপালকে ফোন করলেন প্রধানমন্ত্রী। টুইটারে সে কথা জানিয়েছেন জগদীপ ধনখড়। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত খোঁজখবর নিয়েছেন মোদী, টুইটে জানিয়েছেন রাজ্যপাল। ধনখড় টুইটে লিখেছেন, ‘রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে ফোনে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। তাঁর কাছে আমিও উদ্বেগ প্রকাশ করেছি। দায়িত্বপ্রাপ্তদের উচিত এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া'।

অন্যদিকে, ফল ঘোষণার পরেই কর্মীদের সংযত থাকার নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির অভিযোগ, রাজ্যে একাধিক জায়গায় দলের কর্মীদের উপর অত্যাচার হয়েছে। বেশ কয়েকজনকে হত্যা করা হয়েছে বলেও অভিযোগ। এ নিয়ে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে গেরুয়া শিবির।

মঙ্গলবার সকাল থেকেই একাধিক টুইটে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যপাল । কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশকেও দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলেন জগদীপ ধনখড়।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم