অতীতের তিক্ততা ভুলে মুখ্যমন্ত্রীকে আপন করে নিলেন খোদ রাজ্যপাল। বুধবার রাজ্যের তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর কয়েক মুহূর্তের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে 'ছোট বোন' বললেন জগদীপ ধনকড়।
একাধিকবার রাজ্য সরকার ও রাজভবনের মতানৈক্য প্রকাশ্যে এসেছে। তবে নির্বাচনে তৃণমূলের জয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানান রাজ্যপাল। মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথের ঠিক পরেই রাজ্যের ভোট পরবর্তী হিংসায় প্রতিক্রিয়া জানান রাজ্যপাল। তিনি বলেন, 'আমাদের সবার প্রথমে ভিত্তিহীন, ভয়ানক ভোট পরবর্তী হিংসার ঘটনা আটকাতে হবে। আমার সম্পূর্ণ বিশ্বাস রয়েছে এইধরনের হিংসার ঘটনা আটকানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপযুক্ত পদক্ষেপ নেবেন। আমার পূর্ণ বিশ্বাস,মুখ্যমন্ত্রী, আমার ছোট বোন হিংসার ঘটনা কড়া হাতে দমন করবেন।'
৩ মে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে উদ্বিগ্ন হয়ে রাজ্য পুলিশের ডিজিকে তলব করেছিলেন রাজ্যপাল। টুইট সেকথা জানান জগদীপ ধনকড়। রাজ্যপালের পদক্ষেপ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘ডিজিকে ডাকতেই পারে। ওরা নিয়োগ করেছে, ডেকেছে ভালো করেছে।’
অন্যদিকে, শপথবাক্য পাঠ করেই মুখ্যমন্ত্রী প্রতিক্রিয়া, 'বাংলায় শান্তি বজায় রাখুন। কেউ প্রতিহিংসাপরায়ন আচরণ করবেন না।' তাঁর আরও সংযোজন, 'কেউ অশান্তি করলে কড়া পদক্ষেপ নেওয়া হবে।' এদিন মমতা বলেন, 'এতদিন নির্বাচনের কারণে রাজ্যের আইন-শৃঙ্খলা কমিশনের আওতায় ছিল। এবার রাজ্যে অধীনে তা আনা হবে।' সবমিলিয়ে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর সম্পর্কে এই নমনীয়তা রাজ্যবাসীর পক্ষে ইতিবাচক দিক বলে মনে করছে অভিজ্ঞমহল।
إرسال تعليق
Thank You for your important feedback