ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত শীতলকুচি, গুলিতে মৃত ১

 


২ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরই উত্তপ্ত হয়ে উঠল রাজ্য। ভোট পরবর্তী হিংসায় রণক্ষেত্রের চেহারা নিল কোচবিহারের শীতলকুচি। তৃণমূল ও বিজেপির সংঘর্ষে প্রাণ গেল মানিক মৈত্রর । লালবাজার এলাকার তাঁকে গুলি করা হয় বলে অভিযোগ । দিনহাটা মহকুমা হাসপাতালে ওই তরতাজা যুবকের মৃত্যু হয়। মানিক বিজেপি কর্মী বলে দাবি স্থানীয়দের। যদিও পরিবারের পক্ষ থেকে তা নসাৎ করা হয়। এছাড়াও বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে। অন্যদিকে, পাল্টা অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেসও।

বিভিন্ন এলাকার বিজেপি কর্মীদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালানোও অভিযোগ উঠেছে । মধুসুদুন গ্রামে হামলার পাশাপাশি গোলনাওহাটিতে তিনশোরও বেশি বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে । ছোটশালবাড়ি ছাড়াও কোচবিহার দক্ষিণ, নাটাবাড়ি, তুফানগঞ্জ, সিতাই থেকে শুরু করে বিভিন্ন এলাকায় বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গোটা ঘটনায় পুলিশ প্রশাসন নির্বিকার বলে অভিযোগ তুলেছে বিজেপি । হামলার ঘটনায় বিজেপির দিকে পালটা অভিযোগের তুলেছে তৃণমূল কংগ্রেসও।

চতুর্থ দফার ভোটে শীতলকুচির ১২৬ নং বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজনের মৃত্যু হয়। জখম হন আরও কয়েকজন। 


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم