ফের পিছু হঠল Whatsapp কর্তৃপক্ষ। এখনই চালু হচ্ছে না
তাঁদের নতুন গোপনীয়তা পলিসি (Whatsapp Privecy Policy)। ঠিক ছিল আগামী ১৫ মে
থেকে চালু হবে নতুন পলিসি। কিন্তু আপাতত সিদ্ধান্ত স্থগিত রাখার কথা
জানিয়ে দিল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। ফলে আপাতত স্বস্তিতে কয়েক কোটি ভারতীয়
গ্রাহক। Whatsapp ভারতে অত্যন্ত জনপ্রিয় অ্যাপ। সমাজমাধ্যমে বহু মানুষের
মধ্যে যোগাযোগের জনপ্রিয় মাধ্যম হিসেবে উঠে এসেছে হোয়াটসঅ্যাপ। কিন্তু
তাঁদের নতুন প্রাইভেসি পলিসি আপডেট করার কথা ঘোষণা করতেই সিদূরে মেঘ দেখতে
শুরু করেন গ্রাহকরা। বলা হয়েছিল নতুন করে গোপনীয়তা পলিসি স্বীকার না করলে
বন্ধ করে দেওয়া হবে অ্যাকাউন্ট। ফলে অনেকেই অন্য অ্যাপের দিকে ঝুঁকতে শুরু
করেছিলেন। এরমধ্যেই সংবাদ সংস্থা পিটিআই-কে হোয়াটসঅ্যাপ জানিয়েছে আগামী ১৫
মে-র মধ্যে যাঁরা প্রাইভেসি পলিসি আপডেট করবেন না, তাদের অ্যাকাউন্ট
সক্রিয় থাকবে। সেগুলো ডিলিট করা হবে না। তবে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ আরও
জানিয়েছে, ব্যবহারকারীদের বড়সড় অংশ নতুন প্রাইভেসি পলিসিতে সম্মতি
দিয়েছেন। তবে একটা অংশ এখনও পর্যন্ত তা করার সিদ্ধান্ত নেননি। এর ফলে
দেশের কয়েক কোটি হোয়াটসঅ্যাপ ব্যবহার করি আপাতত স্বস্তিতে।
إرسال تعليق
Thank You for your important feedback